শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
প্রশংসায় মোদি

সাংবাদিকের কলমে ঝাড়ু প্রসঙ্গ

সাংবাদিকের কলমে ঝাড়ু প্রসঙ্গ

নেতিবাচক ও বিরোধী কোনকিছু মিডিয়ায় তুলে ধরা হলে সাধারণত ক্ষমতাসীনরা বিরক্ত ও উত্তেজিত হয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করলেন ঠিক তার বিপরীত। বরং ভারতের রাস্তাঘাটগুলোতে স্তূপ হয়ে যাওয়া আবর্জনার চিত্র তুলে ধরায় সাংবাদিকদের প্রশংসাই করলেন মোদি। তিনি বলেন, সাংবাদিকের কলমেও ঝাড়ু প্রসঙ্গ উঠে এসেছে। পরিচ্ছন্নতা নিয়ে জনগণকে সোচ্চার করতে ঝাড়ু নিয়ে কলম তুলে ধরেছে গণমাধ্যম।

উল্লেখ্য, কালীপূজার পর ভারতের রাস্তাঘাটগুলোতে আবর্জনার চিত্র তুলে ধরে দেশটির টেলিভিশন চ্যানেলগুলো। এই প্রসঙ্গে মোদি বলেন, এ ধরনের চিত্র প্রদর্শনের ফলে জনগণের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা তৈরি হবে। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে মোদি এসব কথা জানান। দীপাবলীর পর যারা রাস্তাঘাটে জমে থাকা ময়লা পরিষ্কারে অংশ নেন, ওই টুইটে তাদের অভিনন্দন জানান 'স্বচ্ছ ভারত অভিযান' শুরু করা মোদি। গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর ১৪৫ তম জন্মদিনে পরিষ্কার-পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেন মোদি। এনডিটিভি।

বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর,২০১৪/ রোকেয়া।



 

সর্বশেষ খবর