শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

করাচিতে এমকিউএম ক্যাম্পে গ্রেনেড হামলা, আহত ২০

করাচিতে এমকিউএম ক্যাম্পে গ্রেনেড হামলা, আহত ২০

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মুত্তাহিদা কওমী মুভমেন্টের (এমকিউএম) একটি ক্যাম্পে শুক্রবার গ্রেনেড হামলা হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন সংসদ সদস্যও রয়েছেন।

দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে এমকিউএম। এ উপলক্ষে শুক্রবার করাচির ওরাকজাই শহরে ওই অভিযান চলছিল। এ সময় সেখানে গ্রেনেড হামলা চালানো হয়। আহত তিন সংসদ সদস্য হলেন- মোহাম্মদ হোসাইন, শেখ আবদুল্লাহ ও সাইফউদ্দিন খালিদ।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট জামাতুল আহরার এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা ওই এলাকা ঘিরে রেখেছেন। আহতদের আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: ডন।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর ২০১৪/আহমেদ

সর্বশেষ খবর