কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানদেরাতে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বন্দুকধারীরা গুলি করে ৩৬ খনি শ্রমিককে হত্যা করেছে। এসব শ্রমিকের বেশির ভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। সোমবার রাতে মানদেরা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে কোরমে এলাকায় এ ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় লোকজন বিবিসিকে জানায়, সোমালিয়াভিত্তিক ইসলামপন্থি এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা প্রথমে মুসলিম ও অমুসলিম শ্রমিকদের আলাদা করে। পরে খ্রিস্টান শ্রমিকদের হত্যা করে। গত সপ্তাহে আল-শাবাব একই এলাকায় অমুসলিমদের লক্ষ্য করে একটি বাসস্ট্যান্ডে হামলা চালায়। এতে ২৮ জন নিহত হয়। বিবিসি।