বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

\\\'আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়\\\'

আত্মহত্যার চেষ্টা অপরাধ নয়- এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। গতকাল রাজ্যসভায় এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়ে দেশটির কেন্দ্রীয় গৃহপ্রতিমন্ত্রী হরিভাই পরাথিভাই চৌধুরী বলেন, জাতীয় আইন কমিশন তার ২১০তম রিপোর্টে এই ধারাকে অবিলম্বে ভারতীয় দণ্ডবিধি থেকে বিলোপ করা উচিত বলে সুপারিশ করেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি যেহেতু প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই তাদের মতামতও জানতে চাওয়া হয়েছে। সেখানে দেশটির ১৮টি রাজ্য সরকার ও চারটি কেন্দ্র শাসিত অঞ্চল সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে ভারতীয় দণ্ডবিধির ৩০৯ নম্বর ধারা বিলোপ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অতি শীঘ্রই এই আইনটির সংশোধন করা হবে। এর অর্থ আত্মহত্যার চেষ্টা করলে কোনো ব্যক্তির বিরুদ্ধে আর ফৌজদারি মামলা দায়ের করা হবে না। আত্মহত্যার চেষ্টাকে যাতে অপরাধ হিসেবে গণ্য করা না হয় তা নিয়ে বহুদিন ধরেই ভারতজুড়ে আন্দোলন চলছিল। সমাজের প্রতিটি স্তর থেকেই এই আইনটিকে অমানবিক আখ্যা দিয়ে এটি বিলোপের দাবি জানানো হয়েছিল। এরপরই দেশটির জাতীয় আইন কমিশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারতের কেন্দ্রীয় গৃহ প্রতিমন্ত্রী।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর