রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
জাপানি বাহিনীর নিষ্ঠুরতা

চীনের দুঃখ 'রেপ অব নানকিং'

চীনে গতকাল পালিত হয়েছে চীনের শোকাবহ 'নানকিং হত্যাকাণ্ড' দিবস। ইতিহাসে দিবসটি 'রেপ অব নানকিং' নামেও পরিচিত। এই দিনে চীনের তৎকালীন রাজধানী নানকিং, বর্তমান নানজিং, জাপানি রাজকীয় সেনাবাহিনী দ্বারা আক্রান্ত হয়ে ঘৃণ্যতম গণহত্যা ও ধর্ষণের শিকার হয়। ইতিহাসের বৃহত্তম গণহত্যা ও ধর্ষণের ইতিহাসে 'ম্যাসাকার অব নানকিং', 'রেপ অব নানকিং' অন্যতম। দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে চীনের রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, চীন ও জাপানের সম্পর্কে এখন আর কোনো বৈরিতা নেই। যারা জাপানকে তখন প্ররোচিত করেছিল, সেই ক্ষুদ্র অংশটি এখন চীনের কাছে গুরুত্বহীন। বন্ধুত্বে প্রভাব ফেলার মতো করে তাদের আদৌ গ্রাহ্য করা হয় না। তারপরও এ দিবস চীন গভীর শোকের সঙ্গে পালন করবে। যেসব সাধারণ মানুষ প্রাণ দিয়েছিলেন, সম্ভ্রম হারিয়েছিলেন, তাদের ক্ষতি প্রশমিত করা কখনো সম্ভব হবে না। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর