রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জে গত শুক্রবারের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো আরো প্রায় ৭৬ জন নিখোঁজ আছেন। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট এ ভূমিধসের ফলে প্রায় একশ'র বেশি বাড়ি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। মূলত এর ফলেই হতাহতের  এ ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর

সেনাসদস্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীসহ প্রায় ২ হাজারের বেশি ব্যক্তি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মাটির নিচে আটকাবস্থা থেকে তারা অাজও বেশ কয়েকটি লাশ উদ্ধার করেছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে আজ ৩২ এ দাঁড়ায়। গতকাল পর্যন্ত এ ভূমিধসে ১৭জনের লাশ পাওয়া গিয়েছিল।

ইন্দোনেশিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপপুঞ্জের পার্বত্য এলাকা বানজারনেগারায় ভূমিধসের এ ঘটনা ঘটে। রাজধানী জাকার্তা থেকে জাভা প্রায় ৪৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। গত শুক্রবার দুপুরের পর থেকেই সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এর ফলেই শুক্রবার মধ্যরাতে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৪/শরীফ

সর্বশেষ খবর