শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

৬ জঙ্গির মৃত্যু পরোয়ানায় পাকিস্তানের সেনাপ্রধানের স্বাক্ষর

৬ জঙ্গির মৃত্যু পরোয়ানায় পাকিস্তানের সেনাপ্রধানের স্বাক্ষর

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ গতকাল বৃহস্পতিবার ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন। এর আগে দেশের এক সামরিক আদালত সন্ত্রাসী মামলায় তাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন। তাদের ফাঁসির আদেশটি দীর্ঘদিন ধরে ঝুঁলে থাকার পর জেনারেল রাহেল তাতে সই করলেন।

এ সম্পর্কে সামরিক মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া এক টুইটার বার্তায় লিখেছেন, 'আজ(বৃহস্পতিবার)সেনাপ্রধান চরমপন্থি ছয় সন্ত্রাসীর মৃত্যু পরোয়ানায় সই করেছে।' তবে তাদের মৃত্যুদণ্ড কবে নাগাদ কার্যকর করা হচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।

এক গোপন সূত্রের বরাত দিয়ে স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ফাঁসি কার্যকরর করা হবে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র একদিন পর ওই ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করলেন জেনারেল রাহেল।

পেশোয়ার স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দায়িদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই বুধবার ওই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল পাকিস্তানি সরকার।

বিডি-প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর