মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

৯ ঘণ্টা পর সচল উত্তর কোরিয়ার ইন্টারনেট

৯ ঘণ্টা পর সচল উত্তর কোরিয়ার ইন্টারনেট

উত্তর কোরিয়ার ইন্টারনেট ব্যবস্থা আবারও চালু হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ৯ ঘন্টা পর আংশিকভাবে সচল করা হয়েছে। আমেরিকার সঙ্গে দেশটির সাইবার যুদ্ধের পাল্টা হিসেবে দেশটিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইন রিসার্চ বলছে, 'নয় ঘণ্টা পর কিছুটা সচল হয়েছে ইন্টারনেট সংযোগ।' কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ কে মঙ্গলবার সচল দেখা গেছে।

ইন্টারনেট সংযোগ ফিরে আসার বিষয়ে পিয়ংইয়ং সরাসরি কোনো মন্তব্য না করলেও আমেরিকা এটি সচল হওয়ার বিষয় নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, 'উত্তর কোরিয়া পুরো ইন্টারনেট সংযোগকেই এক সময় বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল।'

ওয়াশিংটন কর্তৃপক্ষ বলছে, 'উত্তর কোরিয়ার নেতা কিম জনকে নিয়ে সনি পিকচারের করা রম্য ছবিটির জন্য যে সাইবার হামলা করা হয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে।'

সূত্র বলেছে, উত্তর কোরিয়ার ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে জড়িত থাকা নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৪/জান্নাত

সর্বশেষ খবর