মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

ঝাড়খন্ডে সরকার গড়ার পথে বিজেপি, জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু

ঝাড়খন্ডে সরকার গড়ার পথে বিজেপি, জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু

ফের মোদি ঝড়ের পূর্বাভাস। ঝাড়খন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে চলেছে নরেন্দ্র মোদির বিজেপি। ৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভায় এখন পর্যন্ত ৪৩টি আসনে এগিয়ে আছে বিজেপি। ঝাড়খন্ডে দ্বিতীয় স্থান পাওয়ার দিকে এগিয়ে চলেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)। তারা এগিয়ে আছে ১৯টি আসনে, ঝাড়খন্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) এগিয়ে রয়েছে ৯টি আসনে, ৬টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। দুমকা কেন্দ্রে পিছিয়ে আছে জেএমএম প্রার্থী হেমন্ত সোরেন।

অন্যদিকে ৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার কোন দলেরই একক সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার সম্ভাবনা নেই। জোর লড়াই হচ্ছে বিজেপি ও পিপল’স ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-এর মধ্যে। অর্থাৎ এবার জোট সরকারারের এগিয়ে চলেছে ভুস্বর্গটি। শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপি ২৩টি আসনে এগিয়ে রয়েছে, সমসংখ্যক ২৩টি আসনে এগিয়ে রয়েছে পিডিপি-ও, ১৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, রাজ্যের শাসকদল জম্মুকাশ্মীর ন্যাশনাল কনফারেন্সও ১৭টি আসনে এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এনসি প্রার্থী তথা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল­া বীরবাহ কেন্দ্রে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে সোনাঝড় কেন্দ্রটিতে, পিছিয়ে আছে বিজেপি প্রার্থী হিনা ভাট, পিডিপি প্রার্থী মুফতি মহম্মদ সঈদ।

মোট পাঁচ দফায় এই দুই রাজ্যের ভোটপর্ব শুরু হয় গত ২৫ ডিসেম্বর। ভোটপর্ব মিটে যাওয়ার পর বুথ ফেরত জরিপেও বিজেপিরই এগিয়ে থাকার পূর্বাভাস মিলেছিল। এরপর মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যেই গণনা শুরু হওয়ার পর থেকে সেই ফলাফলই সামনে আসতে শুরু করেছে। বিজেপি’র সরকার গঠনের সম্ভাবনা তৈরি হওয়ায় ঝাড়খন্ডে ইতোমধ্যেই বিজয় উল্লাসে মেতে উঠেছে দলের কর্মী-সমর্থকরা।
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর