মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া। দেশটির দাবি তাদের নেতা কিম জং উনের সম্মানহানি করার জন্যই বিতর্কিত সিনেমা 'দ্য ইন্টারভিউ' মুভিটি নির্মাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিশোধ নিতে উত্তর কোরিয়ার নিশানায় এবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবন।

গত ২৪ নভেম্বর হ্যাক করা হয়েছে সনি পিকচার এন্টারটেনমেন্টের ওয়েব সাইট। আমেরিকা এই কাজের জন্য সরাসরি উত্তর কোরিয়াকে দায়ী করলেও, দায় স্বীকার করতে চায়নি কিম জং উনের দেশ। বরং হুমকির সুরে  জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই 'অপপ্রচার' না থামায় তাহলে ব্যবস্থা নেবে তারা।   

তবে হ্যাকাররা জানিয়েছে 'দ্য ইন্টারভিউ' মুভিটির মুক্তি দেওয়া হলে বড় রকমরে হামলা চালাতে প্রস্তত তারা। তার জের ধরে গত রবিবারই বন্ধ করে দেওয়া হয় এই মুভির মুক্তির প্রক্রিয়া।
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৪/ রশিদা

সর্বশেষ খবর