বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ভারত-পাকিস্তান গোলাগুলি

জম্মু ও কাশ্মীরে বাড়ি ছেড়েছে ১০ হাজার মানুষ

ভারতীয় এবং পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান গোলাগুলির কারণে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ছেড়ে পালাচ্ছে মানুষ। এ পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়েছে। বেশ কয়েকদিন ধরে চলা এ সংঘর্ষের সীমানা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানি বাহিনী অন্তত ১৫টি ভারতীয় সীমান্ত চৌকিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। গত কয়েক দিনে গোলাগুলির এলাকা চক্রা, শেরপুর ও লন্দির প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে। অব্যাহত উত্তেজনার মধ্যে এ পর্যন্ত উভয়পক্ষের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এনডিটিভি, দ্য ডন।

সর্বশেষ খবর