বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এয়ার এশিয়ার বিমানটির লেজের সন্ধানলাভ

এয়ার এশিয়ার বিমানটির লেজের সন্ধানলাভ

জাভা সাগরে বিধ্বস্ত এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ বিমানটির লেজের সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা। গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কিছুটা উন্নতি হলে আজ সকালের দিকে কমপক্ষে দু'জন ডুবুরি সাগরের তলদেশে নেমে লেজটির সন্ধান পায়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার এজেন্সির প্রধান বাংবাং সুয়েলিস্তো বিমানটির পেছনের অংশ [লেজ] পাওয়ার কথা নিশ্চিত করেছেন। খবর দ্য হিন্দুর

বাংবাং সুয়েলিস্তো বলেন, 'আমরা বিমানটির লেজের সন্ধান পেয়েছি। যা উদ্ধার অভিযানে আমাদের প্রধান লক্ষ্য ছিল।'গত দশ দিনের উদ্ধার ও অনুসন্ধান অভিযানে জাভা সাগরে বিমানটির সম্ভাব্য দুর্ঘটনাস্থলে এখনও পর্যন্ত পাঁচটি বড় বস্তুর সন্ধান পেয়েছে উদ্ধারকারী দল। আজ তেমনই দুটি বস্তুর সনাক্তের লক্ষ্যে পানিতে নামলে ডুবুরিরা বিমানটির লেজের সন্ধান পায়। এর মাধ্যমে দুর্ঘটনার কারণ অাবিষ্কারে বড় ধরনের অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। কারণ বিমানটির লেজের দিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্ল্যাক বক্সটি রয়েছে। দুর্ঘটনার দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মোট ৩৯জন আরোহীর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। দিন যতই যাচ্ছে বাকি যাত্রীদের দেহাবেশেষ উদ্ধার ততই কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার সুরাবায়ার জুয়ানদা বিমানবন্দর থেকে উড্ডয়নের ৪৫ মিনিট পরই বিমানটি জাভা সাগরের উপরে যোগাযোগ হারিয়ে ফেলে। সাতজন ক্রুসহ বিমানটির ১৬২ জন আরোহীর সবার নিশ্চিত মৃত্যু হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে। এদিকে নিখোঁজ যাত্রীদের দেহাবশেষ বিমানটির ভেতরে অাটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর