সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
শার্লি হেবদো ইস্যু

নাইজারে নিহত ১০, রাশিয়ার হুঁশিয়ারি

নাইজারে নিহত ১০, রাশিয়ার হুঁশিয়ারি

কার্টুন প্রকাশের প্রতিবাদে নাইজারে বিক্ষোভ -এএফপি

ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদোয় হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন ছাপার প্রতিবাদে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। নাইজারে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। দেশটির প্রেসিডেন্ট গতকাল নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফু (মোহাম্মদ ইউসুফ) বলেন, শনিবার রাজধানী নিয়ামেতে বিক্ষোভকালে আরও পাঁচজন নিহত হয়েছেন। ঘটনার সময় নিহতরা চার্চ ও পানশালায় ছিলেন। ওই প্রতিষ্ঠানগুলোতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর দেশটির জিন্দার শহরে বিক্ষোভকালীন পাঁচজন নিহতের ঘটনা ঘটেছিল। এ পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নাইজারের প্রায় ২০ জন মুসলিম চিন্তাবিদ। মুসলিম নেতাদের অন্যতম ইয়াও সোন্না শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘ভুলে যাবেন না, ইসলাম সহিংসতার বিরুদ্ধে। আমি সব নারী-পুরুষ, ছেলেমেয়েকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’ এদিকে এই ম্যাগাজিনকে সমর্থন করে সংবাদ ছাপানোয় ইরানে একটি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কার্টুন ছাপানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। বিবিসি, আল জাজিরা।

সর্বশেষ খবর