সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড প্রতারণা

অবৈধ অভিবাসীদের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সুবিধা প্রদানের কর্মসূচি বিস্তারিতভাবে প্রকাশের আগেই সংঘবদ্ধ চক্র নিউইয়র্কসহ সারা যুক্তরাষ্ট্র গ্রিনকার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টির আড়ালে এই প্রতারণা ও ধাপ্পাবাজি চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য এবং নিউইয়র্ক হতে নির্বাচিত (ডেমোক্র্যাট) কংগ্রেসওম্যান গ্রেস মেং। গত ১৬ জানুয়ারি দুপুরে কুইন্সে গ্রেস মেং-এর অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়েছে। গ্রেস মেং বলেন, প্রতারক চক্রে এমন কিছু লোক রয়েছেন যারা অসাধু পন্থায় অভিবাসনের কন্সালটেন্সি করেন। তাদের কেউ কেউ নিজেদের ইমিগ্রেশনের অ্যাটর্নি হিসেবেও পরিচয় দিচ্ছেন। তারা অবৈধ অভিবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে। এ চক্রটি প্রচার করছে, তাদের মাধ্যমে আবেদন করলে খুব দ্রুত গ্রিনকার্ড পাওয়া যাবে। এনআরবি নিউজ

সর্বশেষ খবর