সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

\\\'শুনতে হবে নারীদের কথাও\\\'

\\\'শুনতে হবে নারীদের কথাও\\\'

শুধু পুরুষ নয়, নারীদের কথাও শোনার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার ফিলিপিনের রাজধানী ম্যানিলার কো-এড ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের একটি যুব সভায় এই মন্তব্য করেন তিনি।

যুবসভায় তিনি লক্ষ্য করেন, সেখানো উপস্থিত যে পাঁচজন তার সম্পর্কে বলতে উঠেছিলেন তাদের মধ্যে ৪ জনই ছিলেন পুরুষ। এর পরই তিনি 'নারীদের কথা শোনা উচিত' বলে মন্তব্য করেন। শ্রোতাদের উদ্দেশ্যে হাসতে হাসতে পোপ বলেন, 'এখানে মেয়েদের প্রতিনিধিত্ব খুব কম, খুবই কম।'

উগ্র পুরুষতন্ত্রের স্পেনিশ শব্দ 'ম্যাকিস্তা' ব্যবহার করে তিনি বলেন, 'আজকের সমাজে মেয়েদের অনেক কিছু বলার আছে। কখনো কখনো, আমরা পুরুষরা অত্যন্ত ম্যাকিস্তা হয়ে যাই। আমারা মেয়েদের স্থান করে দিতে চাই না। কিন্তু মেয়েরা আমাদের তুলনায় একটি ভিন্ন চোখে এবং ভিন্ন অ্যাঙ্গেলে কোনো বস্তুকে দেখার এবং বোঝার যোগ্য। আবার মেয়েরা এমন অনেক প্রশ্নই জাহির করতে পারেন, যা পুরুষরা বুঝতেও পারেন না।'

ওই পাঁচজনের মধ্যে একটি ১২ বছরের কিশোরী সামিল ছিল। পোপ লক্ষ্য করেন, ওই কিশোরীই চার পুরুষের পরিবর্তে সবচেয়ে কঠিন প্রশ্নটি করে। ওই খুদের প্রশ্ন ছিল, 'ঈশ্বর শিশুদের কীভাবে বর্জন করতে পারেন?'

ঠাট্টা করে একটি কথা বলে নিজের মন্তব্য শেষ করেন তিনি, বলেন, 'তাই, পরবর্তী পোপ যখন ম্যানিলা আসবেন, তখন দয়া করে অধিক সংখ্যক নারীদের সামিল করবেন।' পোপ ফ্রান্সিস বলেন, রোমান ক্যাথলিক চার্চগুলি যেহেতু মহিলা যাজকের নিয়োগে নিষেধাজ্ঞা চূড়ান্ত করেছে, তাই তিনি ভ্যাটিকানে অধিক সংখ্যক নান এবং শীর্ষ পদে মহিলাদের নিয়োগ চান।

বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর