সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এবার ক্যামেরুনের ৬০ নাগরিককে অপহরণ করেছে বোকো হারাম

এবার ক্যামেরুনের ৬০ নাগরিককে অপহরণ করেছে বোকো হারাম


নাইজেরিয়ার  ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারামের অপহরণ, হামলা থামছেই না। এবার তারা সীমান্তবর্তী ক্যামেরুনের উত্তরাঞ্চলে রবিবার ভয়াবহ হামলা চালিয়ে কমপক্ষে ৬০ জনকে অপহরণ করেছে। নাইজেরিয়া ও ক্যামেরুনে বোকো হারামের তাণ্ডব মোকাবেলায় পার্শ্ববর্তী দেশ চাদ সেনা মোতায়েনের পরের দিনই এ ঘটনা ঘটল।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলাকারীরা তোউরোউ এলাকার দুই গ্রামে তাণ্ডব চালায়। তারা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে অন্তত ৬০ জনকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে বেশীরভাগই নারী ও শিশু। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি। হামলার পর ক্যামেরুনের সেনাবাহিনী অভিযান শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। ক্যামেরুনের উত্তরাঞ্চলে বোকো হারাম এই প্রথম এক সঙ্গে এত মানুষকে অপহরণ করেছে। এ ঘটনার পর সংগঠনটি নাইজেরিয়ার সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আরও বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।


 

বিডি-প্রতিদিন / ১৯ জানুয়ারি , ২০১৫ /নাবিল

সর্বশেষ খবর