সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ওবামার ভারত সফরে সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পাকিস্তানকে হুশিয়ারি

ওবামার ভারত সফরে সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পাকিস্তানকে হুশিয়ারি

প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরের সময় পাক-ভারত সীমান্তে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ না চালানোর বিষয়ে পাকিস্তানের কাছ থেকে 'নিশ্চয়তা' চেয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে এর 'প্রভাব' থাকবে বলেও পরোক্ষভাবে দেশটির পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারাক ওবামা। এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারি স্ত্রী মিশেলকে নিয়ে তিন দিনের ভারত সফরে আসছেন ওবামা। এর পরদিন অর্থাৎ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হবে। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা দিবসটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উভয় দেশের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের সফর সামনে নেমে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছেন কারণ একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রজাতন্ত্র দিবসের প্যারেড পরিদর্শন করবেন ওবামা। রাজধানী দিল্লির রাজপাতে এই প্যারেড অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার অংশ হিসেবে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীও অঞ্চলটিতে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের উপর কড়া নজর রাখছে। এমনকি পাকিস্তানে মার্কিন দূতাবাসকেও এ ব্যাপারে সতর্কাবস্থায় রাখা হয়েছে।  

বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ

সর্বশেষ খবর