সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬


পাকিস্তানের মানুষ সাধারণত ড্রোন হামলার বিপক্ষে । এর পরও দেশটিতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সোমবার এ হামলার ঘটনা ঘটে। উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল তেহশিলের শাহি খেল এলাকায় চালানো ওই হামলায় আরও অনেকে হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় নিহতদের সংখ্যা ও পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনার কয়েক দিন আগে শাওয়াল এলাকায় ড্রোন হামলায় সন্দেহভাজন ৭ বিদ্রোহী নিহত হয়েছিলেন। গত বছরের জুন মাস থেকে ওই অঞ্চলে তালেবান বিদ্রোহীদের দমনে ‘জার্ব-ই-আজব’ নামে অভিযান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানে ড্রোন হামলা ব্যাপকভাবে অজনপ্রিয়। ২০১৩ সালের জুনে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬৬ শতাংশ মানুষ ড্রোন হামলার বিরোধী।
 

 

বিডি-প্রতিদিন / ১৯ জানুয়ারি, ২০১৫ / নাবিল

সর্বশেষ খবর