বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

লিবিয়ার হোটেলে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা

লিবিয়ার রাজধানীর ত্রিপোলির একটি বিলাসবহুল হোটেলে গতকাল বন্দুকধারীরা গুলি করে অন্তত পাঁচ নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। এদিকে বিবিসির খবরে বলা হয়- হামলাকারীদের সঙ্গে ইসলামিক স্টেটের যোগসূত্র থাকতে থাকতে পারে। বন্দুকধারীদের নিয়ন্ত্রণে থাকা হোটেলটির বেশির ভাগই বিদেশি নাগরিক। খবরে বলা হয়- কমপক্ষে দুজন বন্দুকধারী কোরিনথিয়া হোটেলের অভ্যর্থনা কক্ষে ঢুকে গুলি চালাতে শুরু করেন। তার কিছুক্ষণ পরই হোটেলের বাইরে গাড়িবোমা বিস্ফোরিত হয়। তবে হোটেলের ভিতর অস্ত্রধারীরা কিংবা কোনো বেসামরিক নাগরিক আটকা পড়েছেন কি না, সে সম্পর্কে জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর