শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
ভারত-মার্কিন পরমাণু চুক্তি

অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে দক্ষিণ এশিয়ায় : পাকিস্তান

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ মন্তব্য করেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা, মহাকাশ এবং উচ্চ প্রযুক্তি সংক্রান্ত চুক্তিসহ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাবে। মার্কিন-ভারত চুক্তির মধ্য দিয়ে সম্ভাব্য ভারসাম্যহীনতা এবং তা দূর করার পন্থা পাকিস্তান খতিয়ে দেখছে বলেও জানান তিনি। ইসলামাবাদে এক সেমিনারে দেশটির পররাষ্ট্র নীতির অন্যতম নির্ধারক সারতার এসব কথা বলেন। ওবামার ভারত সফরের প্রতিক্রিয়া নিয়ে এ সেমিনারের আয়োজন করেছে ইসলামাবাদের থিং ট্যাংক স্ট্রাটেজিক ভিশন ইনস্টিটিউট। রাশিয়া ও আমেরিকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে ভারত বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে বলে উল্লেখ করেন তিনি। সারতাজ আজিজ আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারতে পরমাণু বোমা তৈরির উপাদান উৎপাদনের স্থাপনা বাড়ানো হচ্ছে এবং দেশটি ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ করছে। এতে দক্ষিণ এশিয়ায় প্রচলিত ও পরমাণু অস্ত্রের বিরাজমান ভারসাম্যহীনতা আরও তীব্রতর হবে।" তিনি আরও বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে যখন পাক-ভারত উত্তেজনা তুঙ্গে তখনই এ জাতীয় ভারসাম্যহীনতা আরও তীব্রতর হলো। দ্য ডন।

সর্বশেষ খবর