শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পশ্চিমতীরে নতুন বসতি বানাবে ইসরায়েল

ইসরায়েল দখলকৃত পশ্চিমতীরে নতুন করে আরও ৪৩০টি বাড়ি বানাবে। শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বলে ওই অঞ্চলে বসতি স্থাপন নিয়ে গবেষণাকারী একটি এনজিও নিশ্চিত করেছে। গতকাল নতুন বসতি স্থাপনের ব্যাপারে টেন্ডার প্রকাশ করা হয়েছে। টেন্ডার অনুযায়ী পশ্চিমতীরসহ আদামে ১১২টি, এলকানায় ১৫৬টি, আলফেই মেনাশে ৭৮টি ও কিরইয়াত আরাবেতে ৮৪টি বাড়ি নির্মাণ করা হবে। টেরেস্ট্রিয়াল জেরুজালেম নামের ওই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ড্যানিয়েল সেইডম্যান জানিয়েছেন, শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। টেরেস্ট্রিয়াল জেরুজালেম ইসরায়েলের দখলকৃত এলাকায় বসতি স্থাপনের বিষয়টি পর্যবেক্ষণ করে থাকে। আলজাজিরা।

সর্বশেষ খবর