শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

রাহুলের ওপর বিরক্ত কংগ্রেস ছাড়লেন সাবেক মন্ত্রী জয়ন্তী

দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে রাহুল গান্ধীর ওপর অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস ছাড়লেন সাবেক পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজন। গতকাল সংবাদ সম্মেলন করে কংগ্রেস ছাড়ার ঘোষণা দেন দলের এই সিনিয়র নেত্রী। তার অভিযোগ সরকারি কাজে নাক গলাতেন রাহুল।

এর আগে কংগ্রেস সভানেত্রী সেনিয়া গান্ধীকে একটি চিঠিও দেন জয়ন্তী। ওই চিঠিতেই রাহুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বলেন মনমোহন সিং-এর আমলে দেশটির কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী থাকাকালীন রাহুল গান্ধী বারবার তার কাজে হস্তক্ষেপ করতেন। মন্ত্রী থাকাকালীন ২০১৪ সালের মে মাসে লোকসভা ভোটের তিন মাস আগে হঠাৎ করেই তাকে ইস্তফা দিতে বলা হয়। বলা হয় মন্ত্রী নয়, দলের কাজেই এবার থেকে বেশি মন দিতে হবে। কিন্তু ইস্তফা দেওয়ার পরেও সেভাবে কোনো কাজ দেওয়া হয়নি। সরিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের মুখপাত্র পদ থেকেও। স্বাভাবিকভাবেই দলের হয়ে গণমাধ্যমকে কোনো বিফ্রিং করতে পারতেন না। সবমিলিয়ে দলে ক্রমশই তার গুরুত্ব কমিয়ে আনা হচ্ছিল বলে এই সিনিয়র নেত্রীর অভিযোগ। শুধু তাই নয়, তৎকালীন বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে আক্রমণ করার জন্যও সে সময় তাকে চাপ দেওয়া হত বলে চিঠিতে অভিযোগ করেছেন নটরাজন। আগামী সপ্তাহে দিলি্ল বিধানসভার নির্বাচন। তার আগে সোনিয়াকে লেখা চিঠি ফাঁস হয়ে যাওয়া এবং দলের এহেন এক নেত্রীর পদত্যাগে বেশ কিছুটা বিব্রত কংগ্রেস।

সর্বশেষ খবর