বুধবার, ৪ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ রাখতে হবে ১০ বছর : ওবামা

ফলপ্রসূ কোনো চুক্তিতে আসতে হলে ইরানকে অবশ্যই অন্তত ১০ বছরের জন্য স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি স্থগিতের ব্যাপারে সম্মত হতে হবে। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ওবামা জানান, ইরান এখনো সব দাবি মেনে নেওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি। তবে গত কয়েক মাসে তারা আগের অবস্থানের তুলনায় বেশ এগিয়েছে বলে উল্লেখ করেন তিনি। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চলাকালে দেশটি পরমাণু সমৃদ্ধকরণে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বলেও উল্লেখ করেন ওবামা। এদিকে এই সাক্ষাৎকারে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেছেন ওবামা। বিবিসি।

 

সর্বশেষ খবর