শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বানর দেবতার শহর

ইন্ডিয়ানা জোনস ভক্তদের খুশি হওয়ার মতো খবর। না, তার নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। কিন্তু ন্যাশনাল জিওগ্র্যাফিক পত্রিকা সম্প্রতি এমন এক আবিষ্কারের কথা জানিয়েছে যেটি মনে হবে যেন ইন্ডিয়ানা জোনস সিরিজেরই কোনো ছবির দৃশ্য। প্রত্নতাত্তি্বকরা অবশেষে মধ্য আমেরিকার হন্ডুরাসের পূর্ব উপকূলে মসকিটিয়া জঙ্গলে বানর দেবতার শ্বেত শহর আবিষ্কার করেছেন। গত ৫০০ বছরে এ অঞ্চলে কেউ প্রবেশই করেনি। অঞ্চলটিকে চিহ্নিতকরণে সহায়তা করেন স্পেশাল এয়ার ফোর্সের সাবেক সেনা ও বৈজ্ঞানিকদের একটি দল। ২০১২ সালে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা লিডার প্রযুক্তির সাহায্যে ওই এলাকার ধ্বংসাবশেষ প্রথমবার চিহ্নিত হয়। এবারের অভিযান হয় একেবারে হাতেকলমে, যাতে দুটি অনুসন্ধানের ফল মেলাতে সুবিধা হয়। এএফপি।

সর্বশেষ খবর