শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

আল-বাগদাদী অভিমুখে এগুচ্ছে ইরাকি বাহিনী

আল-বাগদাদী অভিমুখে এগুচ্ছে ইরাকি বাহিনী

ছবি: রয়টার্স

ইরাকের পশ্চিমাঞ্চলে আল-বাগদাদী শহরে আইএস (ইসলামিক স্টেট) যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনী। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এ খবর জানানো হয়। খবর বিবিসির।

ইরাকি সেনাদের প্রশিক্ষণে ব্যবহৃত মার্কিন ঘাঁটি থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে গত মাসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আইএস।

ইরাকি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী বাগদাদ ও মসুলের মধ্যবর্তী তিকরিত শহর পুনর্দখলে চালানো অভিযানে বেশ অগ্রগতি হয়েছে। ওই অভিযানে সামরিক বাহিনী ও শিয়া বাহিনীর মোট ৩০ হাজার সৈন্য অংশ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইরাকি বাহিনী ‘যথাযথ ও কার্যকর’ অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছে।

ওই বিবৃতিতে গত শুক্রবার নিমরুদে প্রায় ৩ হাজার বছরের প্রাচীন আশারীয় শহরে আইএসের চালানো ভাংচুরের নিন্দা জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/০৭ মার্চ ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর