শিরোনাম
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সিরিয়ায় ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে আইএসের প্রবেশ

সিরিয়ায় ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে আইএসের প্রবেশ

সিরিয়ায় দামেস্কের কাছে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরের কিছু এলাকা ইসলামিক স্টেটের জঙ্গিরা দখল করে নিয়েছে বলে জানা যাচ্ছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে শিবিরের ভেতরে সংঘর্ষ চলছে।

জঙ্গিদেরকে ঠেকাতে শিবিরের বাসিন্দারা এখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে এবং সেখানে থেমে থেমে লড়াই হচ্ছে বলে জানা গেছে। ইয়ারমৌক এলাকার ওই শিবিরে ফিলিস্তিন থেকে পালিয়ে আসা প্রায় ১৮ হাজার মানুষ বাস করে। বেশ কিছু দিন ধরে সরকারি ও বিদ্রোহী বাহিনীর সাথে ইসলামিক স্টেটের লড়াইয়ের মধ্যে আটকে পড়েছে তারা।

এদিকে, জাতিসংঘ বলছে খাবার ও ঔষধের অভাবে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানবিক সহায়তা পৌঁছে দিতে একটি সমঝোতা কার্যকর হওয়ার একদিন আগে এই সংঘর্ষ শুরু হলো।

সিরিয়ার পূর্বাঞ্চল এবং ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে আই-এস জঙ্গিরা ইতোমধ্যেই বিরাট এলাকা দখল করে নিয়েছে। তবে সিরিয়ার রাজধানীর এত কাছে হামলা করার ঘটনা এটিই প্রথম। বিবিসি বাংলা।

 

 

বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর