বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

আন্তর্জাতিক আদালতের সদস্য হল ফিলিস্তিন

আন্তর্জাতিক আদালতের সদস্য হল ফিলিস্তিন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও নেদারল্যান্ডের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অবশেষে যোগ দিল ফিলিস্তিন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিসির সদস্যপদ লাভ করে দেশটি। এর আগে, ২ জানুয়ারি থেকে অবিরাম কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা এবং প্রচারণা চালায় ফিলিস্তিন।

এদিকে, সদস্যপদের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে কূটনৈতিকভাবে খানিকটা এগিয়ে গেল ফিলিস্তিন। যদিও এ সদস্যপদ লাভে বিরোধিতা করে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি তাদের উদ্যোগকে ফিলিস্তিনে ইসরায়েলের ‘পাল্টা-আঘাতের’ও শঙ্কা বাড়াতে থাকে। পাশাপাশি তেলআবিব গাজা উপত্যকায় পরোক্ষ নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলে ফিলিস্তিনি নেতারা কঠিন চ্যালেঞ্জে পড়েন।

তবে, শেষ পর্যন্ত হুমকি-ধামকিকে উপেক্ষা করে অপরাধ আদালতের সদস্য পদ পেতে তৎপরতা চালিয়ে যান তারা।

আইসিসির সদস্য পদ লাভের সংবাদে জানানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েব এরাকাত নামে ফিলিস্তিনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, সম্ভাব্য সকল বৈধ ও আইনি প্রক্রিয়ায় ইসরায়েলি আগ্রাসন ও উপনিবেশিকরণ ফিলিস্তিন প্রতিহত করে এসেছে ও করবে।

বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর