বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছে হুতি যোদ্ধারা

ইয়েমেনের  প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছে হুতি যোদ্ধারা

ইয়েমেনের বন্দর নগরী এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছে হুতি যোদ্ধারা। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থক সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের পর এ প্রাসাদ দখল করে নেয় আনসারুল্লা যোদ্ধারা।  

যুদ্ধে অন্তত ১৫ জন নিহত ও অনেকে আহত হয়েছে। সাধারণ মানুষ হুতি যোদ্ধাদের প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছে বলে এডেন থেকে পাওয়া খবরে বলা হয়েছে। 

এদিকে মানসুর হাদির সমর্থকরা এডেনের রুশ দূতাবাসে লুটপাট করেছে বলে কূটনৈতিক সূত্র থেকে জানান হয়েছে। 

সৌদি জোটের বিমান হামলায় এডেনের রুশ কনস্যুলেট ভবনটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় গত এক সপ্তাহে অন্তত ৫২ শিশু নিহত হয়েছে। ইউনিসেফ এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেনের শিশুদের রক্ষা করার ব্যবস্থা গ্রহণ নেয়া একান্ত ভাবেই প্রয়োজন হয়ে পড়েছে। 

এদিকে, ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিরীহ মানুষ হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডি-প্রতিদিন/ ২ এপ্রিল,২০১৫/ নাবিল
 

সর্বশেষ খবর