রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মুসলিম ব্রাদারহুড প্রধান বাদির মৃত্যুদণ্ড

মুসলিম ব্রাদারহুড প্রধান বাদির মৃত্যুদণ্ড

মুসলিম ব্রাদারহুডের প্রধান নেতা মোহাম্মদ বাদিয়েকে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের একটি আদালত। শনিবার দলটির শীর্ষপর্যায়ের আরও ১৩ জন নেতাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 

এদিন আদালতের বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।  ওই ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া ছাড়াও মিশরীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামেদ সলতানসহ আরও ৩৬ জনকে এদিন যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা দেশটির সর্বোচ্চ বেসামরিক আদালতে আপিল করার সুযোগ পাবেন এবং চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

২০১৩ সালে মিশরের প্রথম নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির উৎখাতের পর ব্রাদারহুডের কয়েকশ নেতাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

যদিও এখন পর্যন্ত মাত্র একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ব্রাদারহুডের নেতাদের বিরুদ্ধে দলের কর্মী-সমর্থকদের দেশের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা এবং ২০১৩ সালের গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল,২০১৫/নাবিল

সর্বশেষ খবর