রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেন সীমান্তে নিহত ১০ সৌদি সেনা

ইয়েমেন সীমান্তে নিহত ১০ সৌদি সেনা

ইয়েমেন সীমান্তে টহলরত সৌদি সেনা

ইয়েমেন সীমান্তে তাকিয়া উপজাতির হামলায় ১০ জনের বেশি সৌদি সেনা নিহত হয়েছেন। আটক হয়েছেছেন আরো বেশ কয়েকজন সেনা। দেশটির উত্তরাঞ্চলীয় নগরী সা’দার নিকটবর্তী সৌদি সীমান্ত ঘাটিতে আজ রবিবার এ অতর্কিত হামলা চালানো হয়। হামলার সময় সৌদি সামরিক যানসহ অনেক অস্ত্র ও গোলাবারুদও হাতিয়ে নিয়েছে তাকিয়া যোদ্ধারা।

তাকিয়া উপজাতীয় অবস্থানের ওপর সৌদি জোটের একাধিক বিমান হামলায় হতাহতের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়।

এদিকে, আগ্রাসনের ১৮তম দিনে আজও সৌদি জোটের বিমানগুলো ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তায়াজ প্রদেশে খুব ভোরে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে আরব সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।

জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করেই সৌদি জোট গত মাসের ২৬ তারিখে ইয়েমেনে বিরুদ্ধে নির্বিচারে বিমান হামলা শুরু করে। রিয়াদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশটির পলাতক ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে এ আগ্রাসন শুরু করা হয়।

উল্লেখ্য, ইয়েমেনে আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সৌদি আরব তিনটি ও সংযুক্ত আরব আমিরাত একটি বিমান নষ্ট বা ভূপাতিত হয়েছে।

বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর