বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

পাকিস্তানের সর্বোচ্চ সম্মানে জিনপিং

পাকিস্তানের সর্বোচ্চ সম্মানে জিনপিং

চীন-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে অসামান্য অবদানের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশের সর্ব্বোচ্চ  বেসামরিক সম্মান 'নিশান-ই-পাকিস্তান' এ ভূষিত করেছে পাকিস্তান। ৬১ বছর বয়সী এই প্রেসিডেন্টকে এই পুরস্কার প্রদান করেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সরকারের মন্ত্রীরা, সংসদ সদস্য ও তিন বাহিনীর প্রধান এবং চীন থেকে আগত এক প্রতিনিধি দল।

সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণের সময় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে শি বলেন, 'আন্তর্জাতিক মঞ্চে চীন যখন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তখন একমাত্র ইসলামাবাদই তাদের পাশে দাঁড়িয়েছিল'। এর আগে শি'কে স্বাগত জানিয়ে শরিফ বলেন, 'আমরা চিরকালের বন্ধু। আপনি দূরের বন্ধু নন, আপনি আমাদের হৃদয়ের কাছাকাছিই আছেন'। নওয়াজ শরিফ আরও বলেন, জঙ্গি কার্যকলাপ দমন করতে চীন ও পাকিস্তান কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। দ্য ডন।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।
 

সর্বশেষ খবর