বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

দুটি হিন্দি অ্যাওয়ার্ড থেকে ইন্দিরা-রাজীব গান্ধীর নাম বর্জন

দুটি হিন্দি অ্যাওয়ার্ড থেকে ইন্দিরা-রাজীব গান্ধীর নাম বর্জন

দুটি হিন্দি অ্যাওয়ার্ড থেকে ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার ছেলে রাজীব গান্ধীর নাম কেটে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। দুই দশকের বেশি সময় পূর্বে 'ইন্দিরা গান্ধী রাজভাষা পুরস্কার' ও 'রাজীব গান্ধী রাষ্ট্রীয় জ্ঞান-বিজ্ঞান মৌলিক পুস্তক লেখন পুরস্কার' নামে ওই দুটি অ্যাওয়ার্ড চালু করা হয়েছিল। হিন্দি ভাষার প্রচারে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে এ অ্যাওয়ার্ড দুটি প্রদান করা হতো। খবর দ্য হিন্দুর

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই অ্যাওয়ার্ড দুটি অব্যাহত না রাখার এ সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে তারা 'রাজভাষা কীর্তি পুরস্কার' ও 'রাজভাষা গৌরব পুরস্কার' নামে দুটি নতুন অ্যাওয়ার্ড ঘোষণা করেছেন। আনুষ্ঠানিক ভাষা প্রচারে অসামান্য অবদান রাখার জন্য এ দুটি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল ২০১৫/শরীফ

সর্বশেষ খবর