মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

যে ছবি তুলতে গেলে থেমে আসে হাত

ভূমিকম্প বিধ্বস্ত নেপালের ধ্বংসস্তূপ থেকে প্রতি মুহূর্তে উদ্ধার করা হচ্ছে নিথর বা রক্তাক্ত দেহ। নির্বিকারভাবে উদ্ধারকারীরা তুলছেন লাশ। তারপরও কোনো কোনো ক্ষেত্রে চমকে ওঠেন উদ্ধারকর্মীরাও। থেমে যায় হাত। এমন ঘটনা দেখে কখনো কখনো ক্যামেরায় ক্লিক করতেও ভুলে যান ফটোসাংবাদিকরা। টাইম সাময়িকীতে প্রকাশিত হয়েছে এমনই ছবির গল্প।

শনিবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কাঠমান্ডুর শম্ভু এলাকার পাহাড়ের ওপর একটি বাড়ি বিধ্বস্ত হয়। বাড়িটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে পাশাপাশি আটকে ছিলেন দুজন। একজন মৃত। আরেকজন জীবিত। মৃত ব্যক্তিটি জড়িয়ে আছেন জীবিতকে। আর যিনি জীবিত, তিনিও মৃতপ্রায়। ১৮ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে আটকা ছিলেন তিনি। একইসঙ্গে এক ছবিতেই জীবন ও মৃত্যু। ছবিটি তোলেন এএফপির ফটোসাংবাদিক প্রকাশ মাথেমা। এএফপি।

সর্বশেষ খবর