মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

ভূমিকম্পের আগাম পূর্বাভাস সম্ভব

ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব। তবে তা কয়েক দিন বা ঘণ্টা নয়, কয়েক সেকেন্ড আগে পূর্বাভাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এক্ষেত্রে হাতের নাগালে থাকা মোবাইল ফোনটিই হতে পারে ভূমিকম্পের সময় সবচেয়ে কাছের বন্ধু। ভূমিকম্পে ভবন কেঁপে ওঠার কয়েক সেকেন্ড আগেই খবর দিয়ে সতর্ক করে দিতে পারে স্মার্টফোনটি। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বেশ কিছু অ্যাপ রয়েছে যাতে ভূমিকম্প হলে তার নোটিফিকেশন পাওয়া যায়। কিন্তু গবেষকেরা এর চেয়ে উন্নত পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। গবেষকেরা বলছেন, কম খরচে ভূমিকম্প সতর্কব্যবস্থা হতে পারে স্মার্টফোনের উন্নত অ্যাপস। স্মার্টফোনে থাকা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ভূমিকম্প শনাক্ত করতে পারে এবং শক্তিশালী কম্পন আঘাত হানার কয়েক সেকেন্ড আগেই তা জানিয়ে দিতে পারে। সায়েন্স অ্যাডভান্সেস নামের একটি মার্কিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। এএফপি।

সর্বশেষ খবর