মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জয়ললিতার মামলায় প্রসিকিউটর নিয়োগ অবৈধ

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। আদালত গতকাল বলেছে, তামিলনাড়ু সরকারের এ ধরনের প্রসিকিউটর নিয়োগের অধিকার নেই।

আদালতের বেঞ্চে বিচারক বলেন, প্রসিকিউটিং এজেন্সি নিয়োগে কর্নাটক সরকারকে অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ভবানী সিংকে বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া আইনত বৈধ নয়। এর আগে কর্নাটক সরকার ও জয়ললিতার দল ডিএমকের নেতা কে আমবাজাগনকে প্রসিকিউটর নিয়োগে লিখিত আবেদনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকাকালীন অর্থ আত্দসাতের অভিযোগে গত বছর জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা করে ব্যাঙ্গালুরুর একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন জয়ললিতা। গত বছরের ১৮ ডিসেম্বর জয়ললিতাকে চার মাসের জন্য জামিন দেয় সর্বোচ্চ আদালত। চলতি মাসের ১৭ তারিখ ওই জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর