মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

কাকতাড়ুয়াদের গ্রাম

কাকতাড়ুয়াদের গ্রাম

জাপানের দক্ষিণাঞ্চলের নাগোরো গ্রাম। এটি এখন জনমানবশূন্য, কাকতাড়ুয়া গ্রামে পরিণত হয়েছে। ঘরে-বাইরে, পথে-ঘাটে, স্কুল, বাস স্টপেজ সর্বত্রই দেখা মিলবে এসব কাকতাড়ুয়াদের। ঠিক ১৩ বছর আগেকার কথা। পাখিরা জমি থেকে যেন ঠোকর দিয়ে শস্যদানা চুরি করতে না পারে, এজন্য খড় দিয়ে প্রথমবারের মতো কাকতাড়ুয়া তৈরি করেছিলেন জাপানের সুকিমি আয়ানো। কাকতাড়ুয়া তৈরির পরই দেখা গেল, এটি দেখতে তার বাবার বানানো কাকতাড়ুয়ার মতোই হয়েছে। সেই যে শুরু হলো, তারপর আর নিজেকে থামাতে পারেননি সুকিমি। বানিয়েছেন একের পর এক কাকতাড়ুয়া। গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, জাপানের দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম নাগোরো এখন কাকতাড়ুয়ার গ্রামে পরিণত হয়েছে। রয়টার্স।

 

সর্বশেষ খবর