ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে অভিবাসী বোঝাই নৌকাটি ডুবে যায়। গতকাল সেভ দ্য চিলড্রেনের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর বিবিসি এ তথ্য জানায়।
সেভ দ্য চিলড্রেন বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসীর সঙ্গে কথা বলে জানতে পারে, একটি উদ্ধারকারী জাহাজ প্রায় ডুবে যাওয়া ওই নৌকাটির কাছাকাছি গেলে অনেককে নৌকা থেকে পানিতে ফেলে দেওয়া হয়। ডুবে যাওয়া ওই নৌকার যেসব অভিবাসীকে জীবিত উদ্ধার করা গেছে, তাদের নিয়ে ইতালির একটি জাহাজ গতকাল দেশটির কাতানিয়া বন্দরে নেওয়া হয়। ওই নৌকাডুবিতে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। তবে ইতালির উপকূল রক্ষীরা এই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। এ বছরের এই কয়েক মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয়েছে অন্তত ১ হাজার ৭৫০ জন অভিবাসীর। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২০ গুণ বেশি। এএফপি।