বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

সিরিয়ার আলেপ্পো যেন \\\'জাহান্নামের বৃত্ত\\\'

সিরিয়ার আলেপ্পো যেন \\\'জাহান্নামের বৃত্ত\\\'

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। ২০১১ সাল থেকে দেশটিতে চলছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধে নৃশংসতার বেশির ভাগই ঘটছে এই শহরে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, শহরটিতে প্রায় প্রতিদিনই যুদ্ধাপরাধের ঘটনা ঘটছে। ফলে আলেপ্পোর বাসিন্দারা অকল্পনীয় নৃশংসতার শিকার হচ্ছেন। শহরের বাসিন্দাদের অনেকেই একে 'জাহান্নামের বৃত্ত' (যার চারদিকে দুঃখ-কষ্ট অথচ বেরুনোর কোনো পথ নেই) বলে অভিহিত করছেন। অ্যামনেস্টির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সিরিয়া সরকার বিরোধীদের মোকাবিলায় আলেপ্পোয় বোমা হামলা বাড়িয়েছে। যদিও দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ব্যারেল বোমা হামলার কথা অস্বীকার করেন। রবিবারও আলেপ্পোর সাইফ আল-দাওলা জেলার একটি নার্সারি স্কুলে ব্যারেল বোমা হামলায় ১০ জন নিহত হয়। যার চারজনই শিশু। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সরকারি বিমান থেকে নিয়মিতভাবে ব্যারেল বোমা হামলা চালানো হয়েছে। এ সময়ে ৩ হাজার ১২৪ জন বেসামরিক লোক ও ৩৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন। এএফপি।

 

সর্বশেষ খবর