উত্তর কোরীয় নেতা কিম জং উন মহাকাশে তাদের শক্তি বাড়াতে আরও স্যাটেলাইট উৎক্ষেপণের অঙ্গীকার করেছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম রবিবার এ কথা জানায়। নবনির্মিত স্যাটেলাইট কমান্ড সেন্টার পরিদর্শনকালে কিম মহাকাশ শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার গৌরব আরও বাড়াতে কঠোর পরিশ্রমের জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। দেশটির স্যাটেলাইট কর্মসূচি নিয়ে বৈশ্বিক নিন্দা সত্ত্বেও কিম এ আহ্বান জানান। কিমের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, স্যাটেলাইট উৎপাদনকারী ও উৎক্ষেপণকারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখনো অপরিবর্তিত। পিয়ংইয়ং কখনোই তার মহাকাশ কর্মসূচি থেকে সরে আসবে না। কে কী বিরোধিতা করল তাতে কিছুই যায় আসে না। দেশটির নেতা কিম আরও বলেন, উত্তর কোরিয়া মহাকাশে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে। এটি পিয়ংইয়ংয়ের বৈধ অধিকার। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ২০১২ সালের ডিসেম্বরে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এএফপি