মলত্যাগ অপরিহার্য একটি বিষয়। যেখানে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই সেখানে যে কোনো খোলা জায়গায় মলত্যাগ করাটাই যেন স্বাভাবিক। আর এমন চিত্র ভারতে খুবই সাধারণ। সেখানকার প্রত্যন্ত অঞ্চলে নারীদেরও খোলা জায়গায় এ কাজটি সারতে হয়। এমনকি প্রয়োজনীয় স্বাস্থ্য-সুবিধার অপ্রতুলতায় সেখানে অনেক বিয়েও ভেঙে গেছে। অনেক সময় বিয়ের একমাত্র শর্ত হিসেবে দেওয়া হয় স্বাস্থ্যসম্মত পায়খানা। এ অবস্থা ঠেকাতে বিহার রাজ্যে গঠিত হয়েছে নারী বাহিনী। গ্রামের এসব নারী লাঠি হাতে পাহারায় নেমেছেন। এনডিটিভি।