যুক্তরাষ্ট্রের নতুন সেনাপ্রধান হচ্ছেন জেনারেল ডানফোর্ড। গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামা ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন। ওই পদের জন্য ডানফোর্ড ব্যাপকভাবে প্রত্যাশিত ব্যক্তি হওয়ায় তার নিয়োগের ছাড়পত্র দিতে যুক্তরাষ্ট্রের সিনেটও সময় নেয়নি বলে ধারণা করা হচ্ছে। মেরিন কোরের এই কমান্ডার দেশটির সামরিক বাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল মার্টিন ডেম্পসির স্থলাভিষিক্ত হবেন। চার বছর দায়িত্ব পালনের পর আসছে সেপ্টেম্বরে ডেম্পসির সরে যাওয়ার কথা রয়েছে। ইরাক ও আফগানিস্তান, দুটো দেশেই যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা আছে ডানফোর্ডের। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো ও সহযোগী বাহিনীগুলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সময়েই আফগানিস্তানের নিরাপত্তা ও তালেবান বিদ্রোহ দমনের ভার আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ইরাকের যুদ্ধক্ষেত্রগুলোতে 'লড়াকু জো' নামে পরিচিতি পান তিনি। ঠাণ্ডা মাথার চিন্তাশীল সমরনেতা হিসেবে পরিচিতি আছে তার। এএফপি