বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প সুনামির আশঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গতকাল একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে স্বল্পমাত্রার এক সুনামি আছড়ে পড়ে। গতকাল স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টা) দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপোর ১৩৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূ-গর্ভের ৬১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর ফলে পাপুয়া নিউগিনির রাবাউল বন্দরে আছড়ে পড়ে স্বল্প শক্তির এক সুনামি। এ সময় সমুদ্রের পানির উচ্চতা এক মিটার (৩ ফুট) পর্যন্ত বেড়ে যায়। তবে এ ঘটনায় কোনো বন্যা বা জলোচ্ছ্বাস ঘটেনি বলে জানান দেশটির জিওফিজিক্যাল অবজারভেটরির সহকারী পরিচালক ক্রিস ম্যাককি। তবে এর প্রভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ম্যাককি। এএফপি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর