বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা
অন্য খবর

জলপ্রপাতের ভিডিও

আয়ারল্যান্ডের কাউন্টি লেইট্রিম নামে এক গ্রামের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে বনেট নামের ছোট্ট নদী। আর সেটি কাঠের সেতুর নিচ দিয়ে পাথরের ঢাল বেয়ে জলপ্রপাতের মতো নিচে পড়ছে, ইউটিউবে আপলোড করা এরকম একটি ভিডিও লাখ লাখ অনিদ্রা রোগীর মুক্তি নিয়ে এসেছে। বেলফাস্ট থেকে শুরু করে বেইজিং পর্যন্ত লাখ লাখ অনিন্দ্রা রোগী ভিডিওটি দেখছেন এবং তারা বলছেন তাদের উপকার হচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে তারা ঘুমোতে পারছেন। জনি লসন নামে লেইট্রিমের একজন ক্যামেরা শিল্পী, যিনি ভিডিওটি তৈরি করেছেন, জানিয়েছেন পৃথিবীর নানা প্রান্ত থেকে, এমনকি উত্তর কোরিয়া থেকে প্রতিদিন অনিন্দ্রায় আক্রান্ত বহু মানুষ তাকে লিখছেন। তারা কৃতজ্ঞতা জানিয়ে বলছেন, অনিদ্রা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন।" আট ঘণ্টার এই ভিডিওটিতে ৬০ লাখ হিট পড়েছে। ভিডিওটি নিয়ে লন্ডনের কয়েকটি হাসপাতালে রোগীদের ওপর নিরীক্ষা শুরু হয়েছে। বিবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর