বুধবার, ৬ মে, ২০১৫ ০০:০০ টা

চার আইএস নেতাকে ধরতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা

চার আইএস নেতাকে ধরতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা

জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) শীর্ষ চার নেতাকে ধরিয়ে দিতে তথ্যদাতাদের জন্য মোট ২ কোটি ডলার (১৫৫ কোটি টাকা প্রায়) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) দেশটির স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র মন্ত্রণালয়) এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসি।

আইএস-এর ওই চার নেতা হলেন- আব্দ আল-রহমান মুস্তাফা আল-কাদুলি, আবু মোহাম্মদ আল-আদানি, তারখান তায়ুমুরাজোভিচ বাতিরাশভিলি এবং তারিখ বিন-আল-তাহার আল ফালিহ আল-আওনি আল-হারজি।

ঘোষিত অর্থের মধ্যে আইএসের শীর্ষ নেতা ও আল-কায়েদার সাবেক সদস্য কাদুলির তথ্যদাতাদের জন্য ধরা হয়েছে ৭০ লাখ ডলার। সংগঠনটির মুখপাত্র আদনানী ও কমান্ডার বাতিরাশভিলির জন্য ধরা হয়েছে ৫০ লাখ ডলার করে। এ ছাড়া সংগঠনটির আর্থিক যোগানাদাতা হারজির জন্য ধরা হয়েছে ৩০ লাখ ডলার। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে হযরত মুহাম্মদ (সা.) বিরোধী একটি কার্টুন প্রদর্শনীতে গোলাগুলির দায় স্বীকার করার পর আইএসের ওই নেতাদের বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণা দিল দেশটি।

বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৫/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর