শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

বিমানের পর এবার স্থল সেনা চায় ইয়েমেন

হুতিদের হাত থেকে ইয়েমেনকে রক্ষার দাবি করে বিমান বাহিনীর পর জোট রাষ্ট্রগুলোর কাছে এবার স্থলবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দেশটির জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বরাবর পাঠানো এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন দূত খালেদ আলেমানি।

চিঠিতে বিশেষভাবে ইয়েমেনের এডেন ও তায়িজ শহর 'রক্ষার' আবেদন জানিয়েছেন তিনি। এর আগে ২৪ মার্চ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ইয়েমেনের পাঠানো এ ধরনের একটি চিঠির সূত্র ধরে ২৬ মার্চ ভোর থেকে দেশটিতে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ওই চিঠিতে নিরাপত্তা পরিষদকে ইয়েমেন জানিয়েছিল, তারা উপসাগরীয় আরব দেশগুলোকে সামরিকভাবে সহায়তা করার অনুরোধ করেছে। সৌদি নেতৃত্বাধীন বিমান হামলার পরও বুধবার এডেনের তাবাহি এলাকা দখলের জন্য লড়াই শুরু করেছে ইয়েমেনের শিয়া হুতি বিদ্রোহীরা। এলাকাটির দখল নেওয়ার জন্য শহরটিতে নিজেদের শক্তিও বৃদ্ধি করেছে হুতিরা। এডেনের লড়াইয়ের মাধ্যমেই ইয়েমেনের গৃহযুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা পরিষদে দেওয়া ওই চিঠিতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে 'নিরস্ত্র জনগণের বিরুদ্ধে মানবাধিকারের বর্বর লঙ্ঘনের' প্রমাণ ধরে রাখারও আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বেসামরিক হত্যা ও চিকিৎসা দলকে বাধা দেওয়ার জন্য হুতিদের অভিযুক্ত করা হয়েছে। বুধবারের লড়াইয়ে দেশটিতে ১২০ জন নিহত হয়েছেন। এএফপি।

সর্বশেষ খবর