শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের স্বঘোষিত বিদ্রোহী বাহিনী হুথির বিরুদ্ধে চলমান বিমান হামলা ৫ দিন স্থগিত রাখার চিন্তভাবনা করছে সৌদি আরব।

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইয়েমেনে পাঁচ দিনের যুদ্ধবিরতির কথা ভাবা হচ্ছে। তবে এটা নির্ভর করবে হুথিবাহিনী ও স্থানীয় পর্যায়ে হুথির মিত্রবাহিনী অস্ত্র প্রত্যাহারের ওপর।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব দেন জুবায়ের। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সেখানে উপস্থিত ছিলেন। সৌদি আরবের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কেরি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ ইরান সমর্থিত হুথিবাহিনীর ওপর বিমান হামলা শুরু করে সৌদি আরব। ইয়েমেন এ হামলায় এখন পর্যন্ত ১২৪৪ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও তিন হাজার।

বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর