মঙ্গলবার, ২ জুন, ২০১৫ ০০:০০ টা

ফের অস্বস্তিতে জয়ললিতা

ফের অস্বস্তিতে জয়ললিতা

হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় কর্নাটক হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পান অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) প্রধান ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী জয়ললিতা। এবার কর্নাটক হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। কর্নাটকের আইনমন্ত্রী টি বি জয়চন্দ গতকাল এ কথা জানিয়ে বলেন 'রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পরামর্শ করে মন্ত্রিসভার বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই আমরা সুপ্রিম কোর্টে মামলা করতে যাচ্ছি'। হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বেঙ্গালুরুর বিশেষ আদালত। এরপরই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৬৭ বছর বয়সী ভারতীয় রাজনীতিতে খ্যাত 'আম্মা'। কিন্তু গত ১১ মে নিম্ন আদালতের সেই রায়কে খারিজ করে দিয়ে কর্নাটক হাইকোর্ট জয়ললিতাকে বেকসুর খালাস দেয়। এরপর দীর্ঘ আট মাসের মাথায় ২৩ মে মুখ্যমন্ত্রীর পদ ফিরে পান জয়ললিতা।

হাইকোর্টের এ রায়ের পর জয়ললিতার প্রতিপক্ষ দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে) প্রধান এম করুণানিধিও সেই সময় এর বিরোধিতা করেছিলেন। জয়ললিতার মুক্তি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কর্নাটক সরকারকে শীর্ষ আদালতে যাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন করুণানিধি। বাস্তবেও এখন তাই হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে জনপ্রিয় 'আম্মা' জয়ললিতা ভারতীয় রাজনীতিতে দাপটের সঙ্গেই আছেন। সর্বশেষ দলের পক্ষ থেকে বিপুল ভোটে মুখ্যমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হন তিনি।

 

সর্বশেষ খবর