মঙ্গলবার, ২ জুন, ২০১৫ ০০:০০ টা
সাক্ষাতকারে দাবি সাংবাদিকের

মার্কিন আগ্রাসী নীতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে

রাশিয়া এবং চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে পারে। এমন দাবি করেছেন মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ওয়েন মেডসেন। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সাক্ষাৎকারে সাংবাদিক ওয়েন বলেন, 'ন্যাটো কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলাভ এবং তার ওয়াশিংটনের বন্ধুরা কৃষ্ণ সাগরে রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়ার নীতি নিয়েছে। একইসঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ঘটনা মারাত্মক সংঘর্ষে রূপ নিতে পারে।' তিনি আরও বলেন, 'আমার ধারণা এসব ব্যক্তি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। কৃষ্ণসাগর থেকে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস রসকে রাশিয়ার জঙ্গি বিমানের তাড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেন অনুসন্ধানী সাংবাদিক ওয়েন মেডসেন। খবরে বলা হয়েছে, ইউএসএস রস আগ্রাসী ভঙ্গিতে রুশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কৃষ্ণসাগরে অবস্থিত রাশিয়ার নৌবহর থেকে জাহাজটিতে সতর্ক সংকেত দেওয়া হয়। কিন্তু তা আমলে না নেওয়ায় যুদ্ধজাহাজটিকে ধাওয়া করে রুশ জঙ্গিবিমান। মেডসেন বলেন, 'রাশিয়া নিজ পানিসীমা রক্ষা করবে এতে অবাক হওয়ার কিছু নেই। পেন্টাগনের রুশ নীতির কঠোর সমালোচনা করেছেন তিনি। আল জাজিরা।

 

সর্বশেষ খবর