মঙ্গলবার, ২ জুন, ২০১৫ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ফোনালাপ নজরদারি বন্ধ হচ্ছে

নাগরিকদের ফোনালাপ ও এই ধরনের কার্যক্রমে নজরদারি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা সংস্থাগুলোর এ ধরনের তৎপরতা দীর্ঘায়িত করার বিষয়ে আইন পাস করতে সিনেটরদের ব্যর্থতায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। ফোনালাপে নজরদারির প্রক্রিয়া দীর্ঘায়িত করার আইন পাসে মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। কিন্তু তুমুল বিতর্কের পর সিনেটররা এ আইন পাসে ব্যর্থ হন। দুবছর আগে এই ধরনের কার্যক্রমে নজরদারির বিষয়ে তথ্য ফাঁস করেন স্নোডেন। এএফপি।

সর্বশেষ খবর