বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট হামলা

৯ মাসের অভিযানে ১০ হাজার আইএস সদস্য নিহত

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে নয় মাস আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছেন। গতকাল প্যারিসে ওই জোটের এক বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে দাবি করে ফ্রান্সের ইন্টার রেডিওকে তিনি বলেন, কিন্তু গোষ্ঠীটি দ্রুত ক্ষতি পুষিয়ে নিচ্ছে এবং লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা ধরে রেখেছে। অভিযান শুরুর পর থেকে আমরা দায়েশের (আইএস) ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখেছি, তাদের ১০ হাজারেরও বেশি জঙ্গি মারা গেছে। তিনি বলেন, অভিযানের শুরুতে আমরা বলেছিলাম, ওদের নির্মূল করতে সময় লাগবে। আমরা তিন বছরের পরিকল্পনা করেছি, এর মধ্যে নয় মাস পার হয়েছে।

এদিকে আইএস জঙ্গিদের দমনে বাগদাদকে মিত্ররা তেমন সহায়তা করেনি, ইরাকি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর মঙ্গলবার ইরাকে আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আরব দেশগুলোর বাহিনী। সম্প্রতি আইএসের দখল থেকে এলাকাগুলো মুক্ত করতে ইরাক সরকার যে পরিকল্পনা করেছে তা কার্যকরে সহযোগিতা করতেই এসব হামলা চালানো হয়। বিবিসি।

 

সর্বশেষ খবর